1:41 am, Tuesday, 9 September 2025

এটা পোস্ট অফিস নাকি ভাগার

received 4035051943415190

 

নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জে, লৌহজং উপজেলার, কুমারভোগ ইউনিয়ন কার্যত পোস্ট অফিস এখন একটি ময়লার ভাগারে পরিণত হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির সামনে প্রতিনিয়ত ময়লার স্তুপ পড়ে থাকায় দুর্ভোগে পড়ছেন স্থানীয় ডাক অফিসে কর্মরত স্টাফ ও ডাকসেবা গ্রহণকারীরা।

পোস্ট অফিসের সামনে দেখা যায়, চান্দেরবাড়ি বাজারের সমস্ত আবর্জনা প্রতিদিন এসে জমা হচ্ছে। ফলে অফিসে আসা সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়ছেন। দুর্গন্ধে অফিসে বসাও যাচ্ছে না। এতে স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন অনেকে।
এ বিষয়ে কুমারভোগ পোস্ট অফিসের পোস্টমাস্টার ফরিদা পারভীন জানান, “আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি এবং ইউনিয়ন সচিব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “চান্দেরবাড়ি বাজারের সব ময়লা এসে ফেলা হয় পোস্ট অফিসের সামনে। এতে অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে। সেবা নিতে আসা মানুষজন চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এমনকি আমরা নিজেরাও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি।”

পোস্টমাস্টার ফরিদা পারভীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা চাই, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসুক এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে এমন দুরবস্থা তৈরি হয়েছে। তারা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 10:53:03 am, Wednesday, 28 May 2025
101 Time View

এটা পোস্ট অফিস নাকি ভাগার

Update Time : 10:53:03 am, Wednesday, 28 May 2025

 

নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জে, লৌহজং উপজেলার, কুমারভোগ ইউনিয়ন কার্যত পোস্ট অফিস এখন একটি ময়লার ভাগারে পরিণত হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির সামনে প্রতিনিয়ত ময়লার স্তুপ পড়ে থাকায় দুর্ভোগে পড়ছেন স্থানীয় ডাক অফিসে কর্মরত স্টাফ ও ডাকসেবা গ্রহণকারীরা।

পোস্ট অফিসের সামনে দেখা যায়, চান্দেরবাড়ি বাজারের সমস্ত আবর্জনা প্রতিদিন এসে জমা হচ্ছে। ফলে অফিসে আসা সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়ছেন। দুর্গন্ধে অফিসে বসাও যাচ্ছে না। এতে স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন অনেকে।
এ বিষয়ে কুমারভোগ পোস্ট অফিসের পোস্টমাস্টার ফরিদা পারভীন জানান, “আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি এবং ইউনিয়ন সচিব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “চান্দেরবাড়ি বাজারের সব ময়লা এসে ফেলা হয় পোস্ট অফিসের সামনে। এতে অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে। সেবা নিতে আসা মানুষজন চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এমনকি আমরা নিজেরাও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি।”

পোস্টমাস্টার ফরিদা পারভীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা চাই, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসুক এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে এমন দুরবস্থা তৈরি হয়েছে। তারা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চায়।