স্টাফ রিপোর্টার:
সাইনবোর্ড বাসস্ট্যান্ড থেকে ডগাইর, কোনাপাড়া, বাঁশের পুল, বামৈল, ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত যানবাহনে যেতে হলে প্রথমেই উক্ত জরাজীর্ণ ও ঝুকিপূর্ন ব্রীজটি পার হতে হয়।
কিন্তু বিগত ১০/১১ বৎসর পূর্বে নির্মিত তৎকালীন সমসাময়িক চাহিদার উপর ভিত্তি করে ক্ষুদ্র আকারে ব্রীজটি নির্মান করা হয়। সময়ের চাহিদায় অতিরিক্ত যানবাহনের চাপে বিশেষ করে ভারী যানবাহন উক্ত বীজটি ব্যবহার করায় ঝুঁকিপূর্ণ।
ছোট খাটো দূর্ঘটনা ঘটে ব্যাপক ক্ষয়ক্ষতি বা দূর্ঘটনা এড়াতে এলাকাবাসী ব্রীজ দিয়ে ভাড়ি যানবাহন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন শুধুমাত্র ছোট খাট যানবাহন চলাচল করছে কিন্তু বর্তমানে সাইনবোর্ড এলাকায় এবং আশে পাশে লক্ষ লক্ষ মানুষের বসবাস এবং প্রতিদিন নতুন নতুন বাড়ীঘর নির্মিত হচ্ছে কিন্তু উক্ত ঝুঁকিপূর্ণ ব্রীজের কারনে নির্মাণ সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে উল্লেখিত এলাকাবাসী।
এই রাস্তাটি ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যাবহার করার কারনে সময় এবং অর্থ অপচয় হচ্ছে। সাইনবোর্ড এলাকায় বর্তমানে লক্ষাধিক লোকের বসবাস সময়ের প্রয়োজনে ১০/১১ পূর্বে নির্মিত এই ঝুঁকিপূর্ণ ব্রীজটি চাহিদা অনুযায়ী মেরামত কিংবা একটি নতুন ব্রীজ নির্মাণ করা একান্ত প্রয়োজন।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন