1:41 am, Tuesday, 9 September 2025

লৌহজংয়ে অবৈধ ড্রেজার এবং ভেকু ধ্বংস তিন জনের কারাদণ্ড

1747932397521

 

লৌহজং প্রতিনিধি (মুন্সিগঞ্জ):
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বানিয়াগাঁও গ্রামে অনুমোদনহীনভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ও ভরাট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে স্থানীয় প্রশাসন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান। অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারার অধীন এই দণ্ডাদেশ প্রধান করেন।

বৃহস্পতিবার দুপুরে লৌহজং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বানিয়াগাঁও গ্রামে একাধিক ব্যক্তি অনুমতি ব্যতীত মাটি কেটে ভরাটের কাজ করছিলেন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

দ্বন্দ্রপ্রাপ্ত আসামীর মধ্যে রয়েছে বানিয়াগাঁও গ্রামের
রোমান মৃধা (৩৩) কে ৩ (তিন) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। অনাদায়ে আরো ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড। হাসিব (১৮) কে ৪৫ (পঁইতাল্লিশ) দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ১৫ (পনের) আরো দিনের কারাদণ্ড। মুন্না আলম (১৮) কে একইভাবে ৪৫ (পঁইতাল্লিশ) দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ১৫ (পনের) দিনের কারাদণ্ড।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, জানান সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধভাবে মাটি কাটার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয় এতে ক্রমশই কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয় প্রশাসন আরো জানিয়েছে, এ ধরনের অপরাধ রোধে নিয়মিত তদারকি ও অভিযান চলবে। ভূমি সংক্রান্ত অপরাধ দমনে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 04:48:19 pm, Thursday, 22 May 2025
74 Time View

লৌহজংয়ে অবৈধ ড্রেজার এবং ভেকু ধ্বংস তিন জনের কারাদণ্ড

Update Time : 04:48:19 pm, Thursday, 22 May 2025

 

লৌহজং প্রতিনিধি (মুন্সিগঞ্জ):
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বানিয়াগাঁও গ্রামে অনুমোদনহীনভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ও ভরাট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে স্থানীয় প্রশাসন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান। অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারার অধীন এই দণ্ডাদেশ প্রধান করেন।

বৃহস্পতিবার দুপুরে লৌহজং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বানিয়াগাঁও গ্রামে একাধিক ব্যক্তি অনুমতি ব্যতীত মাটি কেটে ভরাটের কাজ করছিলেন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

দ্বন্দ্রপ্রাপ্ত আসামীর মধ্যে রয়েছে বানিয়াগাঁও গ্রামের
রোমান মৃধা (৩৩) কে ৩ (তিন) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। অনাদায়ে আরো ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড। হাসিব (১৮) কে ৪৫ (পঁইতাল্লিশ) দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ১৫ (পনের) আরো দিনের কারাদণ্ড। মুন্না আলম (১৮) কে একইভাবে ৪৫ (পঁইতাল্লিশ) দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ১৫ (পনের) দিনের কারাদণ্ড।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, জানান সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধভাবে মাটি কাটার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয় এতে ক্রমশই কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয় প্রশাসন আরো জানিয়েছে, এ ধরনের অপরাধ রোধে নিয়মিত তদারকি ও অভিযান চলবে। ভূমি সংক্রান্ত অপরাধ দমনে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।