জনগুরুত্বপূর্ণ একটি সড়ক উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ফিরোজ আহমেদ:
পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যে ঘূরচাকাঠী গ্ৰামে একটি জনগুরুত্বপূর্ণ সড়ক খুলে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।
২৫ এপ্রিল’ শুক্রবার সকাল ১১টায় এই পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী।
ঐতিহ্যবাহী ধুলিয়া বাজার, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা, মসজিদ সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান সংযুক্ত এই সংযোগ সড়কটির গুরুত্বের আলোকে ইতোপূর্বে ছোট রাস্তা চলাচলের জন্য থাকলেও গত পাঁচ মাস পুর্বে এলাকার কতিপয় ব্যক্তির একান্ত নিজস্ব অর্থায়নে ৮৫০ ফিট দৈর্ঘ্য এবং ১০ থেকে ১২ ফিট প্রস্থ আকারে রাস্তাটি মাটির কাজ সম্পন্ন করা হয়।
এলাকাবাসী জানান, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আলমগীর হোসেন চুন্নু মিয়ার বাড়ি সংযুক্ত রাস্তাটি গাজী বাড়ি, ঘরামি বাড়ি, সরদার বাড়ি, মীরা বাড়ি, উকিল বাড়ি সহ একাধিক বাড়ির একমাত্র চলাচলের রাস্তা হিসেবে বিবেচিত হলেও বর্তমানে একটি মাত্র ঘড়ের নিরাপত্তার অজুহাতে উক্ত সাবেক চেয়ারম্যান বাড়ির শাহ আলম পান্না, সেলিনা বেগম তার বোন জামাই মোঃ সালাম রাস্তাটি আটকে দেয়।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মরহুম আলমগীর হোসেন চুন্নু মিয়ার একমাত্র ছেলে “সাব্বির হোসেন অনন কে প্রশ্ন করা হলে জানান “এলাকার চলাচলের একমাত্র মাধ্যম ও জনগনের সুবিধার্থে আমি এই দাবিটির সাথে সম্পূর্ণ একমত এবং প্রয়োজনে আমার নিজের জায়গা দিয়ে হলেও আমি রাস্তাটি অবমুক্ত করণে প্রস্তুত আছি” স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ছাড়াও সংশ্লিষ্ট এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে পাঁচ শতাধিক মানুষ এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা যুবদলের নেতা প্রভাষক তারেক নাইম শিকদার ও ব্যবসায়ী কাওসার গাজী এবং সাবেক ইউপি সদস্য জলিল মুসলমান, ছাত্র প্রতিনিধি মোঃ হুজাইফা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এমতাবস্থায় সংশ্লিষ্ট দপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে বিষয়টি যথাযথ তদন্ত সাপেক্ষে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি বলে অভিমত ব্যক্ত করছেন সংশ্লিষ্ট এলাকার সচেতন মহল।