নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের, লৌহজংয়ে মাদক সম্রাট খ্যাত, মাদকের ডিলার, বিএনপি জাতীয়তাবাদী অঙ্গসংগঠন শ্রমিক দলের নেতা শহিদুলকে হেরোইন সহ গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।
জানাগেছে, (১৯ এপ্রিল) শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহিদুল ঢাকা থেকে মাদক নিয়ে লৌহজংয়ের দিকে আসছে। লৌহজং থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর-রশিদের নির্দেশে উপজেলার কনকসার এলাকায় ঢাকার দিক থেকে আগত গাংচিল পরিবহনে তল্লাশি চালিয়ে, হিরোইন সহ মাদক সম্রাট মুন্সিগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ন-সাধারন সম্পাদক শহিদুলকে গ্রেফতার করতে সক্ষম হয় লৌহজং থানা পুলিশ।
আরো জানাগেছে, সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মাদক সংশ্লিষ্ট ভিডিও ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসে লৌহজং থানা পুলিশ। ঢাকা থেকে মাদকের চালান নিয়ে লৌহজংয়ে ফেরার পথেই এ মাদক ব্যবসায়ী শহিদুলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ।
মাদক ব্যবসায়ী শহিদুল, মুন্সিগঞ্জ, লৌহজং উপজেলার, বেজগাঁও ইউনিয়ন ২ নং ওয়ার্ড মরহুম শফিজদ্দিন বেপারীর পুত্র। সে তার নিজ বাড়িতেই এই ব্যবসা পরিচালনা করে আসছিল। অধিক লাভজনক হওয়াতে তার স্ত্রী সহ পরিবারের অনেকেই এই ব্যবসায় জড়িত।
স্থানীয়রা জানায়, শহিদু্ল লৌহজং উপজেলার সবচেয়ে বড় মাদকের ডিলার। বিএনপির রাজনীতিতে জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক পদের দাপটে দীর্ঘদিন যাবৎ হেরোইন ব্যবসা চালিয়ে আসছিলো। শহিদুলের ভয়ে কেউ মুখ খুলে কথাই বলতে পারতো না। থানা পুলিশের নাকের ডগায় বসে হেরোইন বিক্রি করতো। কিন্তু আজ থানা পুলিশ তাকে হেরোইন সহ গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করেছে।
এবিষয়ে লৌহজং থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন। আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। লৌহজং থানার প্রতিটা এলাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ি ও মাদক সেবন করীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন