1:39 am, Tuesday, 9 September 2025

কুমিল্লার সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ সেলিম রানা: জীবন সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত

img 20250417 wa0077

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা, ১৭ এপ্রিল ২০২৫ – কুড়াখাল পূর্বপাড়া ইউনিয়নের মুন্সী বাড়িতে জন্ম নেওয়া মোহাম্মদ সেলিম রানা (বয়স ২৯) আজ দেশের কোণে কোণে নিজেকে প্রতিষ্ঠিত সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে সক্রিয় রেখেছেন। মুক্তিযোদ্ধা পিতা মন্তাজ উদ্দিন ও গৃহিণী মা আনোয়ারা বেগমের পঞ্চম সন্তান হিসেবে ১ জানুয়ারি ১৯৯৬ সালে জন্ম লাভ করেন তিনি।

সেলিম তার শিক্ষাজীবন শুরু করেন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পরে ২০১১ সালে এসএসসি এবং ২০১৪ সালে এইচএসসি পাশ করেন। কিন্তু পড়ালেখার পাশাপাশি তিনি শিখেছিলেন জীবনের “প্রক্টিক্যাল ক্লাস”—পরিশ্রম, আন্তরিকতা এবং মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ।

২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ঢাকাসহ চট্টগ্রাম, গাজীপুর, চৌদ্দগ্রাম ও কুমিল্লার বিভিন্ন এলাকা ঘুরে তাঁর পেশাগত ভ্রমণ শুরু হয়। Bangladesh Brandix Casual Limited (Cumilla EPZ), Zirabo Wear Knits Composite Limited (ঢাকা), Amir Shirt Limited (কুমিল্লা), Unique Limited (গাজীপুর), 7Star and S Brothers BD Limited, Dragon Knits Composite Limited (মিয়া বাজার, চৌদ্দগ্রাম) এবং AB Food (Cumilla EPZ)–সহ বহু কারখানায় ম্যানেজার ও পরিচালক পদে কাজ করেছেন তিনি। পাশাপাশি মোবাইল ও কসমেটিকস বিপণন পরিচালনায় সফল অভিজ্ঞতা অর্জন করেন।

নিজের ব্যবসায়িক ও শিল্পখাতের অভিজ্ঞতা ছাড়াও সাংবাদিকোচিত এগিয়ে আসেন মানুষের অধিকার রক্ষায়। আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থায় কুমিল্লা জেলা উপ-সহকারী পরিচালক এবং দৈনিক ‘আজকের গোয়েন্দা সংবাদ’-এ স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ‘তত্ত্ব সংগ্রহ ও প্রকাশকারী টিমের’ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বিভাগীয় সদস্য হিসেবেও সক্রিয় তাঁর ভূমিকা।

সেলিম রানা জানান, “পিতার মুক্তিযুদ্ধের গল্প আর মাতৃক–পরিশ্রমের দৃষ্টান্তই আমাকে আজকের মানুষটার রূপ দিয়েছে। দোয়া ও পরিশ্রম ছাড়া কোন কিছু অর্জন করা যায় না।” ৭০ বছর বয়সী বাবা ও ৬০ বছর বয়সী মায়ের অক্লান্ত ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি কখনও তাদের ঋণ শোধ করতে পারবো না; তবে জীবনের প্রতিটি দিন তাদের সেবা ও সম্মানের প্রতিশ্রুতি নিয়ে কাটাব।”

স্থানীয় সামাজিক কর্মসূচিতে তার অবদান নিয়ে মাহমুদুল হাসান মাহমুদ চেয়ারম্যান ( মানবাধিকার) মন্তব্য করেন, “সেলিম ভাই সবসময় গরীব ধারণার মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন—আইনি সহায়তা থেকে শুরু করে সাংবাদিকি মাধ্যেমে জীবনের গল্প তুলে ধরেছেন। এ কারণে তিনি দ্রুত সবার বিশ্বাস অর্জন করেছেন।”

বর্তমানে সেলিম রানা গরীব, দু:স্থ ও সংখ্যালঘু মানুষের জন্য আইনগত সহায়তা প্রদানে সকল রকম শক্তি নিয়োজিত করে রেখেছেন। “দেশ-রাষ্ট্রীয় স্বার্থে কাজ করাই আমার প্রধান লক্ষ্য,” এ শব্দই যেন সার দেয় তার প্রতিটি কার্যক্রমকে।

ফলে কুমিল্লা জেলা থেকে শুরু হয়ে সমগ্র বাংলাদেশে “মানুষের বন্ধু সেলিম রানা” হিসেবে প্রতিষ্ঠা পেলেন তিনি—যে নামের পেছনে লুকিয়ে আছে শত শত মানুষের আশা, স্বপ্ন ও অধিকার আদায়ের অঙ্গীকার।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 09:20:54 pm, Thursday, 17 April 2025
164 Time View

কুমিল্লার সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ সেলিম রানা: জীবন সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত

Update Time : 09:20:54 pm, Thursday, 17 April 2025

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা, ১৭ এপ্রিল ২০২৫ – কুড়াখাল পূর্বপাড়া ইউনিয়নের মুন্সী বাড়িতে জন্ম নেওয়া মোহাম্মদ সেলিম রানা (বয়স ২৯) আজ দেশের কোণে কোণে নিজেকে প্রতিষ্ঠিত সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে সক্রিয় রেখেছেন। মুক্তিযোদ্ধা পিতা মন্তাজ উদ্দিন ও গৃহিণী মা আনোয়ারা বেগমের পঞ্চম সন্তান হিসেবে ১ জানুয়ারি ১৯৯৬ সালে জন্ম লাভ করেন তিনি।

সেলিম তার শিক্ষাজীবন শুরু করেন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পরে ২০১১ সালে এসএসসি এবং ২০১৪ সালে এইচএসসি পাশ করেন। কিন্তু পড়ালেখার পাশাপাশি তিনি শিখেছিলেন জীবনের “প্রক্টিক্যাল ক্লাস”—পরিশ্রম, আন্তরিকতা এবং মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ।

২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ঢাকাসহ চট্টগ্রাম, গাজীপুর, চৌদ্দগ্রাম ও কুমিল্লার বিভিন্ন এলাকা ঘুরে তাঁর পেশাগত ভ্রমণ শুরু হয়। Bangladesh Brandix Casual Limited (Cumilla EPZ), Zirabo Wear Knits Composite Limited (ঢাকা), Amir Shirt Limited (কুমিল্লা), Unique Limited (গাজীপুর), 7Star and S Brothers BD Limited, Dragon Knits Composite Limited (মিয়া বাজার, চৌদ্দগ্রাম) এবং AB Food (Cumilla EPZ)–সহ বহু কারখানায় ম্যানেজার ও পরিচালক পদে কাজ করেছেন তিনি। পাশাপাশি মোবাইল ও কসমেটিকস বিপণন পরিচালনায় সফল অভিজ্ঞতা অর্জন করেন।

নিজের ব্যবসায়িক ও শিল্পখাতের অভিজ্ঞতা ছাড়াও সাংবাদিকোচিত এগিয়ে আসেন মানুষের অধিকার রক্ষায়। আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থায় কুমিল্লা জেলা উপ-সহকারী পরিচালক এবং দৈনিক ‘আজকের গোয়েন্দা সংবাদ’-এ স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ‘তত্ত্ব সংগ্রহ ও প্রকাশকারী টিমের’ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বিভাগীয় সদস্য হিসেবেও সক্রিয় তাঁর ভূমিকা।

সেলিম রানা জানান, “পিতার মুক্তিযুদ্ধের গল্প আর মাতৃক–পরিশ্রমের দৃষ্টান্তই আমাকে আজকের মানুষটার রূপ দিয়েছে। দোয়া ও পরিশ্রম ছাড়া কোন কিছু অর্জন করা যায় না।” ৭০ বছর বয়সী বাবা ও ৬০ বছর বয়সী মায়ের অক্লান্ত ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি কখনও তাদের ঋণ শোধ করতে পারবো না; তবে জীবনের প্রতিটি দিন তাদের সেবা ও সম্মানের প্রতিশ্রুতি নিয়ে কাটাব।”

স্থানীয় সামাজিক কর্মসূচিতে তার অবদান নিয়ে মাহমুদুল হাসান মাহমুদ চেয়ারম্যান ( মানবাধিকার) মন্তব্য করেন, “সেলিম ভাই সবসময় গরীব ধারণার মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন—আইনি সহায়তা থেকে শুরু করে সাংবাদিকি মাধ্যেমে জীবনের গল্প তুলে ধরেছেন। এ কারণে তিনি দ্রুত সবার বিশ্বাস অর্জন করেছেন।”

বর্তমানে সেলিম রানা গরীব, দু:স্থ ও সংখ্যালঘু মানুষের জন্য আইনগত সহায়তা প্রদানে সকল রকম শক্তি নিয়োজিত করে রেখেছেন। “দেশ-রাষ্ট্রীয় স্বার্থে কাজ করাই আমার প্রধান লক্ষ্য,” এ শব্দই যেন সার দেয় তার প্রতিটি কার্যক্রমকে।

ফলে কুমিল্লা জেলা থেকে শুরু হয়ে সমগ্র বাংলাদেশে “মানুষের বন্ধু সেলিম রানা” হিসেবে প্রতিষ্ঠা পেলেন তিনি—যে নামের পেছনে লুকিয়ে আছে শত শত মানুষের আশা, স্বপ্ন ও অধিকার আদায়ের অঙ্গীকার।