5:57 pm, Tuesday, 4 November 2025	 
                     
                     
                    
                 
                                         News Title :   
                                    
                            
                                মুন্সীগঞ্জে পালিয়ে থাকা ৭ হত্যা মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জে পালিয়ে থাকা এজাহার নামিও ৭টি হত্যা মামলার আসামি আপেল মাহমুদকে ওরফে এম এ মাহমুদ (৪৩) গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (১৩ এপ্রিল) মুন্সীগঞ্জ সদর উপজেলার লোহারপুল গাবতলা মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আপেল মাহমুদ ঢাকা জেলার সাভার উপজেলার ভাটপাড়া রেডিও কলোনির মৃত শুক্কুর মুন্সীর ছেলে।
জানা যায়, মামলার পর দীর্ঘদিন যাবত মুন্সীগঞ্জে এসে দৈনিক আজকের পত্রিকা, সংবাদপত্রের নিজস্ব প্রতিবেদক পরিচয়ে গণমাধ্যম কর্মী হয়ে আত্মগোপনে ছিল । গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সাহায্যে র্যাব ১১ সিপিসি-১ তাকে গ্রেফতার করে।
                                Tag : 
                                                          
                           
																			
																		
								                                        

















