1:42 am, Tuesday, 9 September 2025

লায়ন্স ক্লাবের সমন্বয়ে গঠিত এরোসটোক্রাট পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

img 20250329 wa0002

স্টাফ রিপোর্টার:
রাজধানীর একটি স্বনামধন্য হোটেলে লায়ন্স ইন্টারন্যাশনাল লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি১ এর এরিসট্রোক্রাট পরিবারের ইফতার ও দোয়া মাহফিল ২৬ শে মার্চ ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।

একাধিক লিও ক্লাব ও লায়ন্স ক্লাবের সমন্বয়ে গঠিত এরোসটোক্রাট পরিবার।

এরোসটোক্রাট পরিবারের প্রধান সেকেন্ড সেঞ্চুরি এম্বাসেডর পিডিজি লায়ন বেনজীর আহমেদ ও পিডিজি হেলেন  আক্তার নাসরিন এম জে এফ, আইপিডিজি মো: লুৎফর রহমান এমজেএফ ও ক্লাব লিও এডভাইজার  লায়ন শিরীন আক্তার রুবী, ডিস্ট্রিক্ট ফার্স্ট ভাইস গভর্নর (ডেজিগনেট) খন্দকার মাযহারুল আনোয়ার শাহজাহান ও ক্লাব সেক্রেটারি আসমা শাহজাহান, প্রাক্তন ডিস্ট্রিক্ট সেক্রেটারি আশিকুজ্জামান চৌধুরী ইমন ও আরফিন জামান চৌধুরী সারিকা, প্রাক্তন ডিস্ট্রিক্ট ট্রেজারার মো: আসাদুজজামান লিটু ও ক্লাব প্রেসিডেন্ট রুকসানা আখতার রুমা, প্রাক্তন ডিস্ট্রিক্ট  লিও চেয়ারম্যান মামুন আহমেদ ও বিথীকা ইসলাম তিথী, ক্লাব ডিরেক্টর লায়ন নাসিমা আলম সহ অসংখ্য লিও সদস্যগন উপস্থিত ছিলেন।

লিও নেতৃবৃন্দের মধ্যে প্রাক্তন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইয়াসরিব হাসান, ডিস্ট্রিক্ট ফাস্ট ভাইস প্রেসিডেন্ট  অরিত্র রহমান, লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার আজিজুর রহমান, ক্লাব ডিরেক্টর আব্দুল জাহের রানা ও তাবাসসুম আফিফা, প্রেসিডেন্ট মাসুম বিল্লাহ সহ অনেকেই  উপস্থিত  ছিলেন।

লিও ক্লাবের কার্যক্রমকে আরো বিস্তৃত ও গতিশীল করতে ক্লাবের  সুযোগ্য  নেতা অরিত্র রহমান’কে আগামী (২০২৫- ২০২৬) বর্ষে “লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পদ” প্রার্থীর জন্য সম্মিলিত ভাবে মনোনীত করা হয়। ক্লাবের এই প্রার্থীর জয়ের জন্য  লায়ন্স ও লিও ক্লাবের সকল নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিত ভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হন।

শীঘ্রই লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউন এর একটি লিও ক্লাব গঠন করা হবে। অদূর ভবিষ্যতে আরো বেশি সংখ্যক সার্ভিস প্রোগ্রাম করার জন্য পরিকল্পনা করা হয়। সকলের  উপস্থিতি ইফতার প্রোগ্রাম কে সুন্দর ও সাফল্য মন্ডিত করে তোলে। আগামীতে আরও বড় আকারে এরোসটোক্রাট পরিবারের ঈদ পূনর্রমিলনী উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তরুণ নেতৃত্ব গঠনের মাধ্যমে আর্ত মানবতার সেবায় আরো এগিয়ে যাওয়ার  লক্ষ্যেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এরিসট্রোক্রেট পরিবারের প্রতিটি সদস্য।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 06:57:36 pm, Friday, 28 March 2025
198 Time View

লায়ন্স ক্লাবের সমন্বয়ে গঠিত এরোসটোক্রাট পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : 06:57:36 pm, Friday, 28 March 2025

স্টাফ রিপোর্টার:
রাজধানীর একটি স্বনামধন্য হোটেলে লায়ন্স ইন্টারন্যাশনাল লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি১ এর এরিসট্রোক্রাট পরিবারের ইফতার ও দোয়া মাহফিল ২৬ শে মার্চ ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।

একাধিক লিও ক্লাব ও লায়ন্স ক্লাবের সমন্বয়ে গঠিত এরোসটোক্রাট পরিবার।

এরোসটোক্রাট পরিবারের প্রধান সেকেন্ড সেঞ্চুরি এম্বাসেডর পিডিজি লায়ন বেনজীর আহমেদ ও পিডিজি হেলেন  আক্তার নাসরিন এম জে এফ, আইপিডিজি মো: লুৎফর রহমান এমজেএফ ও ক্লাব লিও এডভাইজার  লায়ন শিরীন আক্তার রুবী, ডিস্ট্রিক্ট ফার্স্ট ভাইস গভর্নর (ডেজিগনেট) খন্দকার মাযহারুল আনোয়ার শাহজাহান ও ক্লাব সেক্রেটারি আসমা শাহজাহান, প্রাক্তন ডিস্ট্রিক্ট সেক্রেটারি আশিকুজ্জামান চৌধুরী ইমন ও আরফিন জামান চৌধুরী সারিকা, প্রাক্তন ডিস্ট্রিক্ট ট্রেজারার মো: আসাদুজজামান লিটু ও ক্লাব প্রেসিডেন্ট রুকসানা আখতার রুমা, প্রাক্তন ডিস্ট্রিক্ট  লিও চেয়ারম্যান মামুন আহমেদ ও বিথীকা ইসলাম তিথী, ক্লাব ডিরেক্টর লায়ন নাসিমা আলম সহ অসংখ্য লিও সদস্যগন উপস্থিত ছিলেন।

লিও নেতৃবৃন্দের মধ্যে প্রাক্তন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইয়াসরিব হাসান, ডিস্ট্রিক্ট ফাস্ট ভাইস প্রেসিডেন্ট  অরিত্র রহমান, লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার আজিজুর রহমান, ক্লাব ডিরেক্টর আব্দুল জাহের রানা ও তাবাসসুম আফিফা, প্রেসিডেন্ট মাসুম বিল্লাহ সহ অনেকেই  উপস্থিত  ছিলেন।

লিও ক্লাবের কার্যক্রমকে আরো বিস্তৃত ও গতিশীল করতে ক্লাবের  সুযোগ্য  নেতা অরিত্র রহমান’কে আগামী (২০২৫- ২০২৬) বর্ষে “লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পদ” প্রার্থীর জন্য সম্মিলিত ভাবে মনোনীত করা হয়। ক্লাবের এই প্রার্থীর জয়ের জন্য  লায়ন্স ও লিও ক্লাবের সকল নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিত ভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হন।

শীঘ্রই লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউন এর একটি লিও ক্লাব গঠন করা হবে। অদূর ভবিষ্যতে আরো বেশি সংখ্যক সার্ভিস প্রোগ্রাম করার জন্য পরিকল্পনা করা হয়। সকলের  উপস্থিতি ইফতার প্রোগ্রাম কে সুন্দর ও সাফল্য মন্ডিত করে তোলে। আগামীতে আরও বড় আকারে এরোসটোক্রাট পরিবারের ঈদ পূনর্রমিলনী উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তরুণ নেতৃত্ব গঠনের মাধ্যমে আর্ত মানবতার সেবায় আরো এগিয়ে যাওয়ার  লক্ষ্যেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এরিসট্রোক্রেট পরিবারের প্রতিটি সদস্য।