বিশেষ প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা'র প্রতিষ্ঠাতা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রবীণ সাংবাদিক নেতা প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেনের কনিষ্ঠ পুত্র জাতীয় বার্তা সংস্থা "বাংলাদেশ নিউজ সিন্ডিকেট"BNS এর চেয়ারম্যান মুহম্মদ মনজুর হোসেন এর আজ ৪৫তম শুভ জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়।
আজ ৮ মার্চ শনিবার সন্ধ্যায় বিএনএস এর নিজস্ব কার্যালয়ে জন্মবার্ষিকী অনুষ্ঠানটি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা'র উপদেষ্টা মো: আলমগীর গনি, "বিএনএস" এর প্রধান সম্পাদক মো: আবুল বাসার মজুমদার, নির্বাহী সম্পাদক মো: রাব্বী মোল্লা, যুগ্ম সম্পাদক মো: আ: সবুর, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও "বিএনএস" এর নিজস্ব ক্রাইম রিপোর্টার মো: রাসেল সরকার, মো: ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, পরিকল্পনা ও গবেষণা সচিব মো: সাইফুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় বিএনএস এর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা ও কেক কাটা হয় এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন আমরা মুহম্মদ মনজুর হোসেন এর জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন