ফরিদ আলম সিকদার-কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার পৌর যুবদলের নেতা ও দলের সক্রিয় সহযোদ্ধা সাইফুল ইসলামকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ও গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কক্সবাজার পৌর যুবদল। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।
স্মারকলিপি প্রদানকালে কক্সবাজার পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাষ্টার জসিম উদ্দিন যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক কানন বড়ুয়া বিশাল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক হামিদ উল্লাহ হামিদ, যুগ্ম আহবায়ক সজীব আলী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, এই ন্যক্কারজনক হামলার পেছনে ক্ষমতাসীন দল আওয়ামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের হাত রয়েছে, যারা পরিকল্পিতভাবে সাইফুল ইসলামকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।
যুবদল নেতারা জানান, সাইফুল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কক্সবাজারের যুবদল আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
স্মারকলিপি গ্রহণকালে পুলিশ সুপার মহোদয় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
উল্লেখ্য, কক্সবাজারে রাজনৈতিক সহিংসতার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় যুবদল নেতারা।
আরো উপস্থিত ছিলেন কক্সবাজার শহর যুবদলের আওতাধীন ১০ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ফরুক আহম্মদ,৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আরিফ ,২৭নং ওয়ার্ড জেল গেইট যুবদলের সভাপতি সাহাব উদ্দিন,১১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফরিদ আলম,২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নুরুল আমিন,৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রানা,৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাসির উদ্দিন,৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন,২৫ নং ওয়ার্ড বাসটার্মিনাল যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাদের,১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ১০ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফারুক,৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আমিন,৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিন,৬নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মোঃ সেলিম,১নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহী ইমরান,উপস্থিত ছিলেন যুবনেতা, নুরুল আলম,মোঃ সুজন,রাশেদ,মোঃ ফারুক, আলমগীর প্রমুখ।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন