9:53 pm, Tuesday, 4 November 2025	 
                     
                     
                    
                 
                                         News Title :   
                                    
                            
                                সুনজর লায়ন মোঃ গনি মিয়া বাবুল

সুনজর
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
একই মঞ্চে পঞ্চ কবির
স্বপ্ন ছবি সুনজর,
ঢেউ খেলে যায় রক্ত অরুণ
কেউ দিবেন না কুনজর।
রত্ন গর্ভা গাজীপুরের
গর্বে ভরা ইতিহাস,
শাল গজারীতে ভরপুর
ভাওয়াল রাজার প্রীতিচাষ।
সুনজরের সুনজরই
দৃষ্টি হারা মনের,
হতে পারে কৃষ্টি আলো
স্বপ্ন জনগণের।
দলাদলির উর্ধ্বে থেকে
চলতে সবাই একসাথে,
সকল দ্বন্দ দূরে ঠেলে
কেউ যেও না সংঘাতে।
পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, গবেষক, প্রাবন্ধিক ও সংগঠক)। উপদেষ্টা, কবি সংসদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি। চেয়ারম্যান, লেখক উন্নয়ন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটি ৫১,৫১/এ পুরানা পল্টন, ঢাকা-১০০০।ফোনঃ+৮৮০১৫৫২৬৩১১১৮,+৮৮০১৮৪২৬৩১১১৮
                                Tag : 
                                                          
                           
																			
																		
								                                        





















