কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান মন্ডল চাঁদ: গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান মন্ডল চাঁদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজেদুর রহমান মন্ডল চাঁদ উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের দুধ খাওয়া গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সাজেদুর রহমান মন্ডল চাঁদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে রাজনৌতিক মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে তদন্ত চলমান। আইনি প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
																			
																		
								                                        

















