চাঁদপুর জেলা প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে ধান রোপণকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালীদের গণপিটুনিতে সেলিম কবিরাজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌরশের পশ্চিম পাড়া জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
সেলিম ওই গ্রামের কবিরাজ বাড়ির আবুল কালামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ধান রোপণ নিয়ে সেলিমের সঙ্গে আজিজ কাজী ও জাহাঙ্গীর কবিরাজের কথা কাটাকাটি হয়। এই ক্ষোভে আজিজ ও জাহাঙ্গীর পরিকল্পনা করে গতকাল শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের পাশে লাঠিসোঁটা এনে রাখে। নামাজ শেষে সেলিম বের হলে তার ওপর হামলা চালায় তারা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সেলিমের স্ত্রী বিলকিস বেগম ও মেয়ে শারমিন জানান, পরিকল্পনা করে স্থানীয় বাসিন্দা আলিজ্জামানের ছেলে চান মিয়া, আজিজ, তারা মিয়া ও নুরু মিয়া, আকবর, আনিস, জাহাঙ্গীর, রাশেদ, মেহেদি, রিয়াদ ও নাছিরসহ প্রায় ৩০ জন মিলে পিটিয়ে সেলিমকে হত্যা করে।
কৃষক সেলিমের ছেলে সবুজ হোসেন জানান, ঘটনাস্থল থেকে তার বাবাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন