ডেমরায় খালপাড়ে পড়েছিল অজ্ঞাত মরদেহ

এম রাসেল সরকার:
রাজধানীর ডেমরা পশ্চিম হাজিনগর ডিএন্ডডি খালপাড় থেকে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৯ বয়স।
শনিবার দুপুর পৌনে ৪টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল হক জানান, আজ দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
সাইদুল হক আরও জানান, আশেপাশের লোকদের জিজ্ঞেস করে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাই প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।