9:41 pm, Tuesday, 9 September 2025

ইতালির কথা বলে লিবায়ায় নিয়ে দুই যুবককে গুলি করে হত্যা: স্বজনদের আহাজারি

libya 1738379760

 

মানছুরা আক্তার মায়া-বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গার দুই যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দালাল চক্র হোয়াটসঅ্যাপে নিহত দুই যুবকের ছবি তাদের পরিবারের কাছে পাঠিয়েছে।

নিহত দুই যুবক হলেন- মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৬) ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৫)। তাদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে।

এদিকে নিহত যুবকদের ছবি দেখে স্বজনদের আহাজারি থামছে না।

নিহত হৃদয় হাওলাদারের বাবা মিন্টু হাওলাদার বলেন, ‘দুই মাস আগে স্থানীয় আবু, তারা মাতুব্বর, আলমাছ ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠায়। ছেলেকে প্রথমে দুবাই সেখান থেকে সৌদি আরব তারপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হত্যা করা হয়েছে।’

নিহত হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, ‘কয়েকদিন আমার ভাই হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। ওরা আজ আমার ভাইয়ের লাশের ছবি পাঠিয়েছে। ১৬ লাখ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করছিল পাচার চক্র। সে টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে মেরে ফেলেছে।’

স্থানীয় বাসিন্দা ফয়সাল হোসেন বলেন, ‘হৃদয় ও রাসেল নামের দুইজনকে লিবিয়াতে হত্যা করা হয়েছে। ওই মানবপাচার চক্র এভাবে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। টাকা না দিলেই তাদের সঙ্গে খারাপ কিছু ঘটানো হয়। কখনো অত্যাচার কখনো প্রাণে মেরে ফেলে ওরা।’

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, ভাঙ্গার দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তারা থানায় অভিযোগ করলে দালাল চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 03:43:29 am, Saturday, 1 February 2025
145 Time View

ইতালির কথা বলে লিবায়ায় নিয়ে দুই যুবককে গুলি করে হত্যা: স্বজনদের আহাজারি

Update Time : 03:43:29 am, Saturday, 1 February 2025

 

মানছুরা আক্তার মায়া-বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গার দুই যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দালাল চক্র হোয়াটসঅ্যাপে নিহত দুই যুবকের ছবি তাদের পরিবারের কাছে পাঠিয়েছে।

নিহত দুই যুবক হলেন- মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৬) ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৫)। তাদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে।

এদিকে নিহত যুবকদের ছবি দেখে স্বজনদের আহাজারি থামছে না।

নিহত হৃদয় হাওলাদারের বাবা মিন্টু হাওলাদার বলেন, ‘দুই মাস আগে স্থানীয় আবু, তারা মাতুব্বর, আলমাছ ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠায়। ছেলেকে প্রথমে দুবাই সেখান থেকে সৌদি আরব তারপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হত্যা করা হয়েছে।’

নিহত হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, ‘কয়েকদিন আমার ভাই হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। ওরা আজ আমার ভাইয়ের লাশের ছবি পাঠিয়েছে। ১৬ লাখ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করছিল পাচার চক্র। সে টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে মেরে ফেলেছে।’

স্থানীয় বাসিন্দা ফয়সাল হোসেন বলেন, ‘হৃদয় ও রাসেল নামের দুইজনকে লিবিয়াতে হত্যা করা হয়েছে। ওই মানবপাচার চক্র এভাবে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। টাকা না দিলেই তাদের সঙ্গে খারাপ কিছু ঘটানো হয়। কখনো অত্যাচার কখনো প্রাণে মেরে ফেলে ওরা।’

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, ভাঙ্গার দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তারা থানায় অভিযোগ করলে দালাল চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।