কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় নতুন ভোটার হতে নাগরিক সেবা ও জন্মনিবন্ধন সনদসহ অনান্য সেবা পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সময়মত প্রয়োজনীয় সনদ না পেয়ে ভোটার হতে বাদ পড়বে এমন আশঙ্কা নাগরিকদের। একজন ভোটার প্রার্থীকে অন্তত ১০ টি সনদ সংগ্রহ করতে হয়।অন্যদিকে অনলাইন জন্ম নিবন্ধন সনদ থাকলেও গত আগস্টের শেষ দিকে তা কিউআর কোডযুক্ত ইংরেজিতে করার নির্দেশনা আসে নির্বাচন কমিশন থেকে।
ভোটার হয়নি এমন ব্যক্তিদের অধিকাংশই বাংলায় জন্ম নিবন্ধন করা। ফলে বিপত্তি দেখা দেয় ভোটার হতে এসে। একবার অনলাইন আবেদন, আবার ইউনিয়ন পরিষদ থেকে অনলাইন সনদ কপি সংগ্রহ করা, স্বাক্ষর প্রভৃতি দফায় দফায় ভোগান্তি।
একাদিক সেবা প্রত্যাশীদের সাথে কথা বলে জানা যায়, জন্মনিবন্ধন ২০০ টাকা, প্রত্যয়ন ৫০ টাকা, নাগরিক সনদ বাবদ ১০০ টাকা নিয়েছে পরিষদে। এতে প্রায় ৭/৮ দিন তাকে পরিষদে যেতে হয়েছে। গত ৩ সপ্তাহ আগে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছেন। এখানো পায়নি। ফলে সে ভোটারের জন্য আবেদনও করতে পারছেনা।
উপজেলার ভোটার হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রকারীরা বলেন, নতুন ভোটার হতে আগ্রহীদের বাড়িতে গিয়ে একবার প্রয়োজনীয় কাগজ-পত্র করতে বলা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা অনলাইন জন্ম নিবন্ধন থাকলেও কিউআর কোড কপি ছাড়া ভোটার করা যাচ্ছেনা। এটি সংশোধনী আবেদন করে ফের পরিষদে যেতে হচ্ছে। এধরণের ভোগান্তি অনেকেই ভোটার হতে পারবে না।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সচিব ফুরকানুল ইসলাম বলেন, অনলাইন আবেদনের পর আবার বেশ কয়েকটি সনদ অনলাইন থেকে বের করতে হয়। সবচেয়ে বেশি বিড়ম্বনা দেখা দিচ্ছে জন্মনিবন্ধনের কিউআর কোড কপি বের করতে। বাংলায় জন্মনিবন্ধনটি সংশোধনের আবেদন করে কপি বের করতে হচ্ছে। যা অধিকাংশ ক্ষেত্রেই বিফল হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিসার মো: নুরুল ইসলাম বলেন, অনলাইন জন্মনিবন্ধন ও জন্ম নিবন্ধনের অনলাইন ভেরিফাইড কপি সংগ্রহ করে দিলেও ভোটার হতে পারবে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। গত ৮ দিনে উপজেলায় প্রায় ২ হাজার ফরম জমা হয়েছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন