নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, এই দেশে মানুষ বিচার পায় না। ঘুষের রমরমা বাণিজ্য হয়; কিন্তু আমরা এমন বিচারব্যবস্থা নিশ্চিত করতে চাই যেখানে রাষ্ট্রের কোনো বিচারক, কোনো কর্মকর্তা কর্মচারী ঘুষের টাকায় হাত বাড়ানোর দু:সাহস দেখাবে না। কেউ ঘুষের দিকে হাত বাড়ালে সেই হাত ভেঙে দেওয়া হবে।
বৃহস্পতিবার মাগুরায় জেলা জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভবিষ্যতে দেশ পরিচালনার সুযোগ পেলে মানবিক সরকার গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, অতীতে গ্রাম এলাকায় একজন লোক ম্যাট্রিকুলেশন কিংবা এন্ট্রান্স পাশ করলে তার বাড়িতে দৌড়ে যেত তাকে দেখতে, দোয়া দিতে। এখন শিক্ষিত মানুষ দেখলে নিরীহ মানুষ আয়াতুল কুরসি পড়ে বুকে ফুক দেয়। যার কলমের জোর বেশি তিনি জনগণের সম্পদ ততবেশি চুরি করেন। তাদের মধ্যে যারা সৎ দক্ষ তাদেরকে এই সমাজ কোণঠাসা করে রাখে।
জামায়াত আমির বলেন, আমরা এমন একটি মানবিক সরকার গঠন করতে চাই যেখানে দু:শাসন হবে না, দুর্নীতিও চলবে না। এটি নির্মূল করতে হবে। নাহলে কেউ কোনোদিন স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবে না।
তিনি বলেন, বিগত সরকার দেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করেছিল। মানুষের মুখে অদেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ভালো লাগলেও মানুষ হাসতে পারতো না। মন্দ কাজের সমালোচনা করা হলে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জনগণ সভ্য থাকলেও শাসকরা সভ্য ছিলেন না। এজন্য তারা জনগণকে ভালোবাসা দিতে পারেনি।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন