উপজেলা শাখার আয়োজনে তানোরে স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত!

রাকিবুল ইসলাম মিঠু-রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউট রাজশাহীর তানোর উপজেলা শাখার আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উপজেলা পরিষদের নতুন সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। এতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ স্কাউট রাজশাহী জেলা ও মেট্রোপলিটনের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌস, কলমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম মুন্টু ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসান হাবিব স্বপন প্রমুখ।
তবে, গঠনতন্ত্র মোতাবেক সম্মেলন না করার ক্ষোভে বক্তব্য দিয়ে সম্মেলন স্থলত্যাগ করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার ও পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম মুন্টুসহ তাদের অনুসারীরা।
এ সম্মেলনে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউট তানোর উপজেলা শাখার সভাপতি ও কৃঞ্চপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। আগামী ৩ বছর এ কমিটির মেয়াদকাল থাকবে।