উখিয়া কপি হাউজে কিশোর গ্যাংয়ের উৎপাত: এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি

বিশেষ প্রতিনিধি:
উখিয়া উপজেলার স্টেশন সংলগ্ন মুহুরি পাড়া এলাকায় মেইন রোডে আবছারের কপি হাউজে সন্ধ্যা হলেই কিশোর গ্যাং এর উৎপাত, সিগারেট, মাদক, ইয়াবাসহ নানা অবৈধ কার্যকলাপ চলতে থাকে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এসব অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে ছাত্রদের বেশিরভাগ মদ, সিগারেট এবং ইয়াবা সেবনে অংশগ্রহণ করে আড্ডা জমে।
এলাকাবাসীর অভিযোগ, উখিয়া কপি হাউজের দ্বিতীয় তলায় একটি অস্থায়ী আস্তানা তৈরি হয়েছে, যেখানে বিগত শাসক দলের সাথে সংশ্লিষ্ট যুবলীগের সদস্যরা, এবং বিশেষ করে ছাত্রলীগের কিছু সদস্যেরা সংগঠিত হয়ে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয়দের মতে, ‘কপি হাউজ’ এর এই স্থানটি এখন ছাত্রলীগের প্রভাবশালী একটি গোপন আস্তানায় পরিণত হয়েছে।
উখিয়া রোহিঙ্গা চাকরিজীবী এনজিও কর্মীরদে উপর এভটিজং করে তাতে প্রতিবাদ করলে চড়াও হয়ে পিটিয়ে বা হুমকি মুখে হয়রানি করে স্বৈরাচারী ক্ষমতা দেখাতো তা এখনো চলমান।
এদিকে, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের দোসর ইয়াবা ব্যবসায়ী নুরুল আবছাররের কথিত যোগাযোগে এই স্থানটি পরিচালিত হচ্ছে। তারা জানায়, উখিয়ায় প্রতিটি গ্রামঞ্চলে বেড়েছে কিশোর গ্যাংয়ের উপদ্রব। লিপ্ত হচ্ছে চুরি,ছিনতাই,মাদক ব্যবসা, মাদকসেবনসহ নানান ধরণের অপরাধ কর্মকান্ডে। তারা প্রতিনিয়ত মরণনেশা ইয়াবা-ফেন্সিডিল, ড্যান্ডির মতো মরণ নেশায় আসক্ত হচ্ছে। এসব মাদকের টাকা জোগাড় করতে তারা ছিনতাই ও চুরির মতো ঘটনাতেও জড়িয়ে পড়ছে।
কপি হাউজে কিশোর গ্যাংয়ের সদস্যরা সংঘটিত হয়ে অবাধে মাদক পাচার, সিগারেট এবং অন্যান্য অবৈধ কাজ করে কিশোর গ্যাং র গোপন সেলে বলে দাবি করেন।
এলাকার সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, আমরা চাই প্রশাসন দ্রুত এখানে পদক্ষেপ নিক, যাতে এই অপরাধমূলক কার্যক্রম বন্ধ হয় এবং আমাদের সহ এনজিও দের নিরাপত্তা নিশ্চিত হয়।
উখিয়া পুলিশ প্রশাসন ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, তবে স্থানীয়দের দাবি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমন পরিস্থিতিতে, স্থানীয়দের আশা, শিগগিরই প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এবংকিশোর গ্যাং সহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড বন্ধ হয়ে ছাত্র ও যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপে কামনার দাবি জানান।