3:09 am, Wednesday, 10 September 2025

ছাত্র-জনতার অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত ৫ সাংবাদিকের পরিবার পাচ্ছে কোটি টাকা অনুদান

image 378200

 

নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-জনতার অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদীসহ পাঁচ সাংবাদিকের পরিবার পাচ্ছে কোটি টাকা অনুদান।

আজ (বুধবার) বিকাল তিনটায় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে নিহত সাংবাদিকদের পরিবারকে কোটি টাকার চেক হস্তান্তর করা হবে।

এর আগে গত ৯ জানুয়ারি এক অনুষ্ঠানে নিহত পাঁচ সাংবাদিক পরিবারকে সম্মাননা স্মারক এবং প্রত্যেককে দুই লাখ টাকার চেক দেওয়া হয়। ওই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শহীদ পাঁচ পরিবারকে এক কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি প্রত্যেকের নামে ওই টাকা ফিক্সড ডিপোজিট করে মাসে মাসে তা থেকে প্রাপ্ত মুনাফা নিহত সাংবাদিকদের পরিবারের ভরণ-পোষণে ব্যবহার করার অনুরোধ জানান।

ঢাকা টাইমসের হাসান মেহেদী ছাড়া বাকি চার সাংবাদিক হলেন- দ্য রিপোর্ট ডটলাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়, দৈনিক ভোরের আওয়াজের গাজীপুরের গাছা থানা প্রতিনিধি শাকিল হোসেন, দৈনিক নয়া দিগন্তর সিলেট ব্যুরোপ্রধান আবু তাহের তুরাব ও দৈনিক খবরপত্রের প্রদীপ ভৌমিক (৫৫)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হন সাংবাদিক হাসান মেহেদী। ১৯ জুলাই ধানমণ্ডির সেন্ট্রাল রোডে সংঘর্ষ চলাকালে নিহত হন দ্য রিপোর্ট ডটলাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়।

উত্তরার আজমপুরে ভিডিও ধারণ ও ছবি তুলতে গিয়ে নিহত হন দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার গাজীপুরের গাছা থানা প্রতিনিধি শাকিল হোসেন। ১৯ জুলাই সিলেট নগরীর প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরোপ্রধান আবু তাহের তুরাব।

অন্যদিকে, ৪ আগস্ট সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের সাংবাদিক প্রদীপ ভৌমিক (৫৫) প্রাণ হারান। পাশাপাশি তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা শাখার সাধারণ সম্পাদকও ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 11:06:15 am, Wednesday, 29 January 2025
229 Time View

ছাত্র-জনতার অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত ৫ সাংবাদিকের পরিবার পাচ্ছে কোটি টাকা অনুদান

Update Time : 11:06:15 am, Wednesday, 29 January 2025

 

নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-জনতার অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদীসহ পাঁচ সাংবাদিকের পরিবার পাচ্ছে কোটি টাকা অনুদান।

আজ (বুধবার) বিকাল তিনটায় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে নিহত সাংবাদিকদের পরিবারকে কোটি টাকার চেক হস্তান্তর করা হবে।

এর আগে গত ৯ জানুয়ারি এক অনুষ্ঠানে নিহত পাঁচ সাংবাদিক পরিবারকে সম্মাননা স্মারক এবং প্রত্যেককে দুই লাখ টাকার চেক দেওয়া হয়। ওই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শহীদ পাঁচ পরিবারকে এক কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি প্রত্যেকের নামে ওই টাকা ফিক্সড ডিপোজিট করে মাসে মাসে তা থেকে প্রাপ্ত মুনাফা নিহত সাংবাদিকদের পরিবারের ভরণ-পোষণে ব্যবহার করার অনুরোধ জানান।

ঢাকা টাইমসের হাসান মেহেদী ছাড়া বাকি চার সাংবাদিক হলেন- দ্য রিপোর্ট ডটলাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়, দৈনিক ভোরের আওয়াজের গাজীপুরের গাছা থানা প্রতিনিধি শাকিল হোসেন, দৈনিক নয়া দিগন্তর সিলেট ব্যুরোপ্রধান আবু তাহের তুরাব ও দৈনিক খবরপত্রের প্রদীপ ভৌমিক (৫৫)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হন সাংবাদিক হাসান মেহেদী। ১৯ জুলাই ধানমণ্ডির সেন্ট্রাল রোডে সংঘর্ষ চলাকালে নিহত হন দ্য রিপোর্ট ডটলাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়।

উত্তরার আজমপুরে ভিডিও ধারণ ও ছবি তুলতে গিয়ে নিহত হন দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার গাজীপুরের গাছা থানা প্রতিনিধি শাকিল হোসেন। ১৯ জুলাই সিলেট নগরীর প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরোপ্রধান আবু তাহের তুরাব।

অন্যদিকে, ৪ আগস্ট সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের সাংবাদিক প্রদীপ ভৌমিক (৫৫) প্রাণ হারান। পাশাপাশি তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা শাখার সাধারণ সম্পাদকও ছিলেন।