9:38 pm, Tuesday, 9 September 2025

সরকারকে সঠিক রাস্তায় আনতে পদেক্ষপ নেবে বিএনপি: সালাহউদ্দিন

screenshot 20250129 162043

 

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘জুলাই গণঅভ্যূত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমেদ!!

বিশেষ প্রতিনিধি:
সরকারের কিছু ভুল শুধরে সঠিক পথে এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণ এবং একটি নির্বাচিত রাজনৈতিক পথ পরিষ্কার করার জন্য শিগগিরই বিএনপি কিছু পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘এটাকে সরকারের বিরুদ্ধে আন্দোলন বলতে পারেন, সমালোচনা বলতে পারেন।’

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জার্নালিস্ট অ‍্যাসোসিয়েশনের (বিজেএ) আয়োজনে ‘জুলাই গণঅভ্যূত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বক্তৃতার প্রথমে জুলাই আন্দোলনের সব শহিদ ও আতদের প্রতি শ্রদ্ধা জানান সালাহ্উদ্দিন।

‘আমরা যেন সঠিক পথে থাকতে পারি, সেজন্য সমালোচনা করতে হবে’- প্রধান উপদেষ্টার এমন বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের একটি গুণ আছে, তাহলো মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে তা শুধরায়। গো ধরে বসে থাকে না। সরকার যখন ভুল শুধরায় তখনই মনে হয় এ সরকার জনগণের সরকার।’

সালাহ্উদ্দিন বলেন, ‘যদি আমরা এ সরকারকে সফল করতে চাই, তবে সরকারকে গাইডলাইন করতে তাদের তীব্র সমালোচনা করতে হবে। এমনকি সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য সড়কে আন্দোলন করতে হতে পারে। সরকার মাত্রই সিদ্ধান্তে ভুল করতে পারে। অন্তবর্তী সরকার সব সিদ্ধান্ত যে নির্ভুলভাবে নেবে, এটা ঠিক নয়। ভুল তাদেরও হতে পারে।

সেটাকে সঠিকভাবে পরিচালনার জন্য সাংবাদিক সমাজ, রাজনৈতিক দলগুলো এবং গণতান্ত্রিক শক্তিগুলোর ভূমিকা আছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন যদি বিলম্বিত করা হয়, কি কারণে বিলম্বিত করবেন? সে যুক্তিগুলো সরকারকে তুলে ধরতে হবে। ইতোমধ্যে ৬ মাস পার হয়েছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিচ্ছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট পেশের পরে দেশের রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে উপস্থাপন করার কথা। কিন্তু ১৪ দিন হয়ে গেল এ ধরনের কোনো কার্যক্রম দেখা যায়নি সরকারের পক্ষ থেকে।’

সংবিধান সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন একটা জিনিস সবার বুঝে এসেছে যে সংবিধান রিরাইটের প্রস্তাবে কেউ নেই। সবাই সংশোধনের প্রস্তাব দিয়েছে।’

বাংলাদেশ জার্নালিস্ট অ‍্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথি দাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক নেতা বাছির জামাল, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 10:26:40 am, Wednesday, 29 January 2025
145 Time View

সরকারকে সঠিক রাস্তায় আনতে পদেক্ষপ নেবে বিএনপি: সালাহউদ্দিন

Update Time : 10:26:40 am, Wednesday, 29 January 2025

 

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘জুলাই গণঅভ্যূত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমেদ!!

বিশেষ প্রতিনিধি:
সরকারের কিছু ভুল শুধরে সঠিক পথে এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণ এবং একটি নির্বাচিত রাজনৈতিক পথ পরিষ্কার করার জন্য শিগগিরই বিএনপি কিছু পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘এটাকে সরকারের বিরুদ্ধে আন্দোলন বলতে পারেন, সমালোচনা বলতে পারেন।’

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জার্নালিস্ট অ‍্যাসোসিয়েশনের (বিজেএ) আয়োজনে ‘জুলাই গণঅভ্যূত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বক্তৃতার প্রথমে জুলাই আন্দোলনের সব শহিদ ও আতদের প্রতি শ্রদ্ধা জানান সালাহ্উদ্দিন।

‘আমরা যেন সঠিক পথে থাকতে পারি, সেজন্য সমালোচনা করতে হবে’- প্রধান উপদেষ্টার এমন বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের একটি গুণ আছে, তাহলো মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে তা শুধরায়। গো ধরে বসে থাকে না। সরকার যখন ভুল শুধরায় তখনই মনে হয় এ সরকার জনগণের সরকার।’

সালাহ্উদ্দিন বলেন, ‘যদি আমরা এ সরকারকে সফল করতে চাই, তবে সরকারকে গাইডলাইন করতে তাদের তীব্র সমালোচনা করতে হবে। এমনকি সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য সড়কে আন্দোলন করতে হতে পারে। সরকার মাত্রই সিদ্ধান্তে ভুল করতে পারে। অন্তবর্তী সরকার সব সিদ্ধান্ত যে নির্ভুলভাবে নেবে, এটা ঠিক নয়। ভুল তাদেরও হতে পারে।

সেটাকে সঠিকভাবে পরিচালনার জন্য সাংবাদিক সমাজ, রাজনৈতিক দলগুলো এবং গণতান্ত্রিক শক্তিগুলোর ভূমিকা আছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন যদি বিলম্বিত করা হয়, কি কারণে বিলম্বিত করবেন? সে যুক্তিগুলো সরকারকে তুলে ধরতে হবে। ইতোমধ্যে ৬ মাস পার হয়েছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিচ্ছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট পেশের পরে দেশের রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে উপস্থাপন করার কথা। কিন্তু ১৪ দিন হয়ে গেল এ ধরনের কোনো কার্যক্রম দেখা যায়নি সরকারের পক্ষ থেকে।’

সংবিধান সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন একটা জিনিস সবার বুঝে এসেছে যে সংবিধান রিরাইটের প্রস্তাবে কেউ নেই। সবাই সংশোধনের প্রস্তাব দিয়েছে।’

বাংলাদেশ জার্নালিস্ট অ‍্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথি দাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক নেতা বাছির জামাল, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ প্রমুখ।