বিশেষ প্রতিনিধি:
থাই লটারি ও ভিসা প্রতারণা করে কোটিপতি হওয়া সেই তাঁতী লীগ নেতা সাহাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে কিশোরগঞ্জ বাজার থেকে পুলিশ এ প্রতারককে গ্রেফতার করে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম সাহাবুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে কয়েকটি অনলাইন ও প্রিন্ট পত্রিকায় ‘প্রতারণার মাধ্যমে কোটি টাকার মালিক তাঁতী লীগ নেতা সাহাবুল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে থাই লটারী বিজয়ী করে দেয়া ও ভিসা করে দিয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে লোক পাঠিয়ে দিয়ে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা মেরে তিনি কোটিপতি হন। প্রবাসীসহ বিভিন্ন মানুষদের প্রলোভন দেখিয়ে থাই লটারি ও ভিসা প্রতারণা করে দিন মজুর থেকে কোটিপতি হয় সাহবুল। এছাড়া অত্র এলাকার থাই গেম ও ভিসা চক্রের মূল নিয়ন্ত্রক তিনি। তার অধীনে চক্রটির সদস্য কয়েক শতাধিক ব্যক্তি।
থাই ও ভিসা চক্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের কখনও লটারি পেয়ে দেয়া আবার কখনও ভুয়া ভিসা প্রদর্শন পূর্বক প্রবাসীদের নিঃস্ব করে অর্থ হাতিয়ে নেয়। কিশোরগঞ্জসহ আশপাশ এলাকায় অর্থের দৌরত্ম্যে বিভিন্ন অপরাধসহ ক্ষমতার আধিপত্য বিস্তারসহ স্থানীয় শান্তিকামি সাধারণ জনগনকে জিম্মি করে রাম রাজত্ব কায়েম করছিল।
এছাড়া তিনি সাংবাদিক, ওসি, পুলিশ সুপার, পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষসহ বিভিন্ন জনের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করেছিলেন। অনেককে জিম্মি করেও অপরাধ কার্যক্রম চালিয়ে গেছেন বলেও জানা গেছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় অত্র এলাকায় থাই গেম ও ভিসা প্রতারণার মূল নিয়ন্ত্রক সাহাবুল। তার অধীনে চার থেকে পাঁচশ জনের অধিক ব্যক্তিকে থাই ও ভিসা চক্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের কখনও লটারি পেয়ে দেয়া আবার কখনও ভুয়া ভিসা প্রদর্শন পূর্বক প্রবাসীদের নিঃস্ব করে অর্থ হাতিয়ে সেই অর্থ কিশোরগঞ্জসহ আশপাশ এলাকায় অর্থের দৌরত্ম্যে অপহরণ, খুন, ধর্ষণ, ক্ষমতার আধিপত্য বিস্তারসহ স্থানীয় শান্তিকামি সাধারণ জনগনকে জিম্মি করে রাজত্ব কায়েম করছিল। সে প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন