3:46 pm, Tuesday, 9 September 2025

রূপগঞ্জে পাইকারি আড়তের দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

168452 155

 

এম রাসেল সরকার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পাইকারি আড়তের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় গুলিবর্ষণ ও ১১টি যানবাহনে অগ্নিসংযোগসহ বাড়ি এবং অফিস ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাওঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ ৬ জন হলো—স্বপন, রাজু, আলামীন, বাবু, রফিক ও সাগর।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়তের দখল নিয়ে সেলিম প্রধান ও মজিবুরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত কয়েকদিন আগে দুই পক্ষের লোকজনকে ডেকে আড়ৎ থেকে টাকা তুলতে নিষেধ করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে দিয়ে গেলে সেলিমের লোকজন তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপসহ গুলিবর্ষণ করে।

একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়। সংঘর্ষের সময় সেলিম প্রধানের বাড়িতে হামলা, ভাঙচুরসহ ১০টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেটকার আগুনে পুড়িয়ে দেয় প্রতিপক্ষের লোকজন।

নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 12:54:25 pm, Tuesday, 28 January 2025
232 Time View

রূপগঞ্জে পাইকারি আড়তের দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

Update Time : 12:54:25 pm, Tuesday, 28 January 2025

 

এম রাসেল সরকার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পাইকারি আড়তের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় গুলিবর্ষণ ও ১১টি যানবাহনে অগ্নিসংযোগসহ বাড়ি এবং অফিস ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাওঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ ৬ জন হলো—স্বপন, রাজু, আলামীন, বাবু, রফিক ও সাগর।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়তের দখল নিয়ে সেলিম প্রধান ও মজিবুরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত কয়েকদিন আগে দুই পক্ষের লোকজনকে ডেকে আড়ৎ থেকে টাকা তুলতে নিষেধ করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে দিয়ে গেলে সেলিমের লোকজন তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপসহ গুলিবর্ষণ করে।

একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়। সংঘর্ষের সময় সেলিম প্রধানের বাড়িতে হামলা, ভাঙচুরসহ ১০টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেটকার আগুনে পুড়িয়ে দেয় প্রতিপক্ষের লোকজন।

নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।