শ্রাবণ আহমেদ- স্টাফ রিপোর্টার:
যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে মিনহাজুর রহমান (২৫) নামের এক প্রকৌশলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিনহাজুর রহমান মিনহাজ বেসরকারি একটি পলিটেকনিক্যাল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে একটি কোম্পানিতে চাকরি করছিলেন। তার বাবা রফিকুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সভাপতি।
সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের স্বজনের জানায়, নিহত মিনহাজ বিএনপির ছাত্রদলের সক্রিয় রাজনীতি করতেন।
তার বাসা রাজধানীর কদমতলী থানার তুষারধারা এলাকায়। তিনি আরো বলেন, দনিয়া নুরপুর এলাকার আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রলীগের মাহফুজের নেতৃত্বে সাইফুল, ইব্রাহীম, শাওন, সোহান, আলফাজসহ ১৫/২০ জন মিলে তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরপুর ও দনিয়া এলাকার বাসিন্দারা জানান, মাহফুজ কিশোরগ্যাং লিডার। তাকে কিং মাহফুজ নামে সবাই জানে। তার সাথে ১৫/২০ জনের একদল কিশোরগ্যাং বাহিনী থাকে। তারা কিছু থেকে হলে চাইনিজ কুড়াল,ছুড়িসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মানুষের উপর হামলা করে।
এলাকাবাসী আরো জানায়,তারা এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করছে। যাত্রাবাড়ি ও কদমতলী থানা পুলিশকে কিশোরগ্যাং সম্বন্ধে অভিযোগ জানানোর পরও কোন ভুমিকা নেয়নি। আমরা কিশোরগ্যাং লিডার মাহফুজসহ তার সাঙ্গ-পাঙ্গদের ফাঁসি চাই। এ বিষয়ে জানতে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ এর মুঠোফোনে পাওয়া যায়নি।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন