স্টাফ রিপোর্টার:
দেশের বন্যাদুর্গত অঞ্চলে এবার বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ এ কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম রহমতপুর।
চব্বিশের ভয়াবহ বন্যায় ছোট ফেনী নদীর তীরবর্তী এই এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। আরও ভয়াবহ ব্যাপার হলো, বন্যায় ছোট ফেনী নদীর জোয়ারের পানি প্রতিদিন ফুলেফেঁপে উঠতে থাকে। ফলে প্রতিদিনের শক্তিশালী জোয়ার-ভাটায় রহমতপুরের বসতির মাঝে তৈরি হয় এক অনাকাঙ্ক্ষিত খাল।’
শায়খ লেখেন, ‘নতুন তৈরি হওয়া এই খালের প্রশস্ততা জোয়ার-ভাটার কারণে এখনো প্রতিনিয়ত বাড়ছে। এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন—খালের মুখে এখনই বাঁধ না দিলে নতুন করে আরো অনেক কৃষিজমি ও বসতভিটা ভাঙনের শিকার হতে পারে। আগামীতে বন্যা হলে প্লাবিত হতে পারে আরো বহু এলাকা।’
আহমাদুল্লাহ লেখেন, ‘এই দুর্দিনে সমস্যার স্থায়ী সমাধানে রহমতপুরবাসীর পাশে দাঁড়াচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ের একটি বিশেষজ্ঞ টিম দুর্গত অঞ্চল পরিদর্শন করেছেন। তারা পুরো অঞ্চলের গতিবিধি পর্যবেক্ষণ করে ৫০০ ফুট দীর্ঘ একটি বাঁধ নির্মাণের উপযোগিতার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন।’
তিনি জানান, ‘বিশেষজ্ঞদের পরামর্শক্রমে আমরা রহমতপুরে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। বাঁধটি নির্মিত হলে দুই শতাধিক বসতবাড়ি, ব্যাপক কৃষিজমি, মসজিদ, মাদরাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতির হাত থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন