9:52 pm, Tuesday, 9 September 2025

ভাঙ্গা উপজেলায় চুরির অভিযোগে বৃদ্ধকে কান ধরিয়ে বাজার ঘুরানোর অভিযোগ

image 159006 1737991202

 

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোবাইল চুরির অভিযোগে এক বৃদ্ধকে মারধর ও কান ধরে বাজার ঘুরানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকার সুশীল সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ৭৫ বছর বয়সের এক বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রেখে মারধর ও গালাগাল করছেন বাজারের কিছু লোকজন। কয়েকজন লোক বৃদ্ধকে কিলগুষি ও লাঠি দিয়ে তাকে আঘাত এবং চোর চোর বলে গালাগাল করতে দেখা গেছে।

কালামৃধা বাজারের ব্যবসায়ী ইব্রাহিম বলেন, রোববার সকাল ১০টার দিকে তরকারি বাজারে এক ক্রেতা সবজি কিনছিলেন। তখন ওই ক্রেতার মোবাইলটি বৃদ্ধ লোকটি নিয়ে যায়। পরে বাজারের লোকজন বৃদ্ধকে আটকিয়ে মোবাইল উদ্ধার করে তাকে কান ধরে ওঠবস করান। পরে বৃদ্ধকে কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। এলাকার লোকদের অভিমত ওই বৃদ্ধাকে কালামৃধা এলাকায় কখনও দেখা যায়নি।

ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান বলেন, আমি ভিডিওটি দেখিনি। এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগও আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 04:22:38 pm, Monday, 27 January 2025
147 Time View

ভাঙ্গা উপজেলায় চুরির অভিযোগে বৃদ্ধকে কান ধরিয়ে বাজার ঘুরানোর অভিযোগ

Update Time : 04:22:38 pm, Monday, 27 January 2025

 

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোবাইল চুরির অভিযোগে এক বৃদ্ধকে মারধর ও কান ধরে বাজার ঘুরানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকার সুশীল সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ৭৫ বছর বয়সের এক বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রেখে মারধর ও গালাগাল করছেন বাজারের কিছু লোকজন। কয়েকজন লোক বৃদ্ধকে কিলগুষি ও লাঠি দিয়ে তাকে আঘাত এবং চোর চোর বলে গালাগাল করতে দেখা গেছে।

কালামৃধা বাজারের ব্যবসায়ী ইব্রাহিম বলেন, রোববার সকাল ১০টার দিকে তরকারি বাজারে এক ক্রেতা সবজি কিনছিলেন। তখন ওই ক্রেতার মোবাইলটি বৃদ্ধ লোকটি নিয়ে যায়। পরে বাজারের লোকজন বৃদ্ধকে আটকিয়ে মোবাইল উদ্ধার করে তাকে কান ধরে ওঠবস করান। পরে বৃদ্ধকে কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। এলাকার লোকদের অভিমত ওই বৃদ্ধাকে কালামৃধা এলাকায় কখনও দেখা যায়নি।

ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান বলেন, আমি ভিডিওটি দেখিনি। এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগও আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।