9:37 pm, Tuesday, 9 September 2025

বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যাচেষ্টা করা হয়েছে: এমএ মালেক

image 158867 1737942354

 

বিশেষ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি তো সুস্থ অবস্থাতেই জেলে গেছেন। তিনি চাইলেই তো লন্ডনে থাকতে পারতেন।

রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া-মাহফিলে তিনি এ কথা বলেন।

এমএ মালেক বলেন, খালেদা জিয়া জানেন তিনি দেশে ফিরলেই জেলে যেতে হবে। তারপরেও তিনি জেলে যাওয়ার তিন দিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন। সেখানে কোটি মানুষ তাকে রিসিভ করেছে। উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাকে তিলে তিলে হত্যা করতে পরিকল্পনার জন্য এককভাবে দায়ী শেখ হাসিনা ও তার পরিবার।

তিনি বলেন, লন্ডনেও শেখ হাসিনা ঘোষণা করে গিয়েছিলেন উনি আর কতদিন বাঁচবেন। আমরা মনে করি, শহীদ আরাফাত রহমান কোকো, তারেক রহমান ও বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের ওপর নির্যাতনের বিচার বাংলার জমিনে হবেই হবে।

তিনি আরও বলেন, এখনো ভারতের এজেন্টরা ষড়যন্ত্র করছে। ১/১১তেও ষড়যন্ত্র করেছে। আর কত? বর্ডারে প্রতিদিন গুলি করে মারছে। বর্ডারে হত্যা বন্ধ করেন। যত তাড়াতাড়ি সম্ভব দেশে নির্বাচন দিন।

এমএ মালেক বলেন, দেশ বর্তমানে অর্থনৈতিকভাবে দেউলিয়া। বিলিয়ন বিলিয়ন ডলার হাসিনা দেশের বাইরে চুরি করে নিয়ে গেছে। এই টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। তাই এই বছরেই অতিদ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, জুলাই আন্দোলনে ৩ হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। ছাত্ররা আন্দোলন করেছে। এখন ছাত্ররাই যদি দেশ চালায় তাহলে শিক্ষকরা কী করবে? দেশে শিক্ষকদের কী ভূমিকা থাকবে?

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর আবু নাছের শেখ ও শরফরাজ শরফুর পরিচালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 06:49:26 am, Monday, 27 January 2025
153 Time View

বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যাচেষ্টা করা হয়েছে: এমএ মালেক

Update Time : 06:49:26 am, Monday, 27 January 2025

 

বিশেষ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি তো সুস্থ অবস্থাতেই জেলে গেছেন। তিনি চাইলেই তো লন্ডনে থাকতে পারতেন।

রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া-মাহফিলে তিনি এ কথা বলেন।

এমএ মালেক বলেন, খালেদা জিয়া জানেন তিনি দেশে ফিরলেই জেলে যেতে হবে। তারপরেও তিনি জেলে যাওয়ার তিন দিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন। সেখানে কোটি মানুষ তাকে রিসিভ করেছে। উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাকে তিলে তিলে হত্যা করতে পরিকল্পনার জন্য এককভাবে দায়ী শেখ হাসিনা ও তার পরিবার।

তিনি বলেন, লন্ডনেও শেখ হাসিনা ঘোষণা করে গিয়েছিলেন উনি আর কতদিন বাঁচবেন। আমরা মনে করি, শহীদ আরাফাত রহমান কোকো, তারেক রহমান ও বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের ওপর নির্যাতনের বিচার বাংলার জমিনে হবেই হবে।

তিনি আরও বলেন, এখনো ভারতের এজেন্টরা ষড়যন্ত্র করছে। ১/১১তেও ষড়যন্ত্র করেছে। আর কত? বর্ডারে প্রতিদিন গুলি করে মারছে। বর্ডারে হত্যা বন্ধ করেন। যত তাড়াতাড়ি সম্ভব দেশে নির্বাচন দিন।

এমএ মালেক বলেন, দেশ বর্তমানে অর্থনৈতিকভাবে দেউলিয়া। বিলিয়ন বিলিয়ন ডলার হাসিনা দেশের বাইরে চুরি করে নিয়ে গেছে। এই টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। তাই এই বছরেই অতিদ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, জুলাই আন্দোলনে ৩ হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। ছাত্ররা আন্দোলন করেছে। এখন ছাত্ররাই যদি দেশ চালায় তাহলে শিক্ষকরা কী করবে? দেশে শিক্ষকদের কী ভূমিকা থাকবে?

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর আবু নাছের শেখ ও শরফরাজ শরফুর পরিচালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ।