কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলাধীন পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শুভ উদ্বোধন করেছেন ঈদগাঁও উপজেলা নার্বাহী অফিসার বিমল চাকমা।
২৭ জানুয়ারি সোমবার বেলা ১২টার দিকে পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেন ক্রিড়ায় শক্তি ক্রিড়ায় বল। লেখা পড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও খেলাধূলা প্রয়োজন।
আমি আশা করবো এই বিদ্যালয়ের শিাক্ষার্থীরা ডা. ইঞ্চিনয়র ও বড় বড় অফিসার হয়ে পরিবার ও প্রতিষ্টানের মুখ উজ্জ্বল এবং সম্মান রক্ষা করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন উর রশীদ, সাবেক প্রধান শিক্ষক ফরিদুল আলম, সাবেক সিনিয়র শিক্ষক নুরুল আবছার, সিনিয়র শিক্ষক আবুল কাশেম বিউটি, সিনিয়র শিক্ষক তপন কান্ত দে, ঈদগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক আজিজুল হক রুবেল, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি'র সাধারণ সম্পাদক সাংবাদিক মো: ওসমান গনি ইলি, ডা.আ ন ম মাজহারুল হক রিগ্যা, মেম্বার আজম খাঁ, মেম্বার সলাহ উদ্দিন, আজিজসহ আরো অনেকেই।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন