3:18 am, Wednesday, 10 September 2025

১১ হাজার প্রবাসীকে ফেরত ও ২২ হাজার ৫৫৫ জন গ্রেপ্তার

image 158987 1737985585

 

বিশেষ প্রতিনিধি:
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে সৌদি আরব। দেশটি থেকে এক সপ্তাহে প্রায় ১১ হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন বাস্তবায়নের অধীনে সপ্তাহব্যাপী অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় ২২ হাজার ৫৫৫ জনকেে করা হয়েছে। গত ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সময়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়ে ১৪ হাজার ২৬০টি আবাসিক আইন লঙ্ঘন, চার হাজার ৯৫৪টি সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত এবং তিন হাজার ৩৪১টি শ্রম আইন লঙ্ঘন সম্পর্কিত অভিযোগ পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে এক হাজার ৭০০ ব্যক্তিকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৬ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে ৮১ জনকে এবং অবৈধ প্রবেশ, পরিবহন, আশ্রয়দান অথবা আইন লঙ্ঘনকারীদের নিয়োগের জন্য ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ হাজার ৮৭১ প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। তাদের মধ্যে  ৩০ হাজার ৯৮৪ পুরুষ এবং দুই হাজার ৮৮৭ মহিলা রয়েছেন। এর মধ্যে ২৬ হাজার ৪৮৯ জনকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের দূতাবাস বা কনস্যুলেটে পাঠানো হয়েছে। এছাড়া দুই হাজার ২৭৪ জনকে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ১০ হাজার ৯৪৮ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবের আইন অনুযায়ী, যাদের অবৈধভাবে প্রবেশ করতে সাহায্য করা হয়, তাদের জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সরকার এসব আইন মেনে চলতে সবাইকে সতর্ক করেছে এবং অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছেন এবং সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদি আরবে কর্মরত।

দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবেই আইনভঙ্গকারী এবং অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রচার করছে, যা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা এবং সরকারের কঠোর অবস্থানকে প্রতিফলিত করে।

তাছাড়া, সৌদি কর্তৃপক্ষ আইন ভঙ্গকারীদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সরকারি হেল্পলাইন চালু করেছে। মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে কল করে এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দারা ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করে তথ্য দিতে পারেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 05:08:56 pm, Monday, 27 January 2025
149 Time View

১১ হাজার প্রবাসীকে ফেরত ও ২২ হাজার ৫৫৫ জন গ্রেপ্তার

Update Time : 05:08:56 pm, Monday, 27 January 2025

 

বিশেষ প্রতিনিধি:
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে সৌদি আরব। দেশটি থেকে এক সপ্তাহে প্রায় ১১ হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন বাস্তবায়নের অধীনে সপ্তাহব্যাপী অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় ২২ হাজার ৫৫৫ জনকেে করা হয়েছে। গত ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সময়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়ে ১৪ হাজার ২৬০টি আবাসিক আইন লঙ্ঘন, চার হাজার ৯৫৪টি সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত এবং তিন হাজার ৩৪১টি শ্রম আইন লঙ্ঘন সম্পর্কিত অভিযোগ পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে এক হাজার ৭০০ ব্যক্তিকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৬ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে ৮১ জনকে এবং অবৈধ প্রবেশ, পরিবহন, আশ্রয়দান অথবা আইন লঙ্ঘনকারীদের নিয়োগের জন্য ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ হাজার ৮৭১ প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। তাদের মধ্যে  ৩০ হাজার ৯৮৪ পুরুষ এবং দুই হাজার ৮৮৭ মহিলা রয়েছেন। এর মধ্যে ২৬ হাজার ৪৮৯ জনকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের দূতাবাস বা কনস্যুলেটে পাঠানো হয়েছে। এছাড়া দুই হাজার ২৭৪ জনকে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ১০ হাজার ৯৪৮ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবের আইন অনুযায়ী, যাদের অবৈধভাবে প্রবেশ করতে সাহায্য করা হয়, তাদের জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সরকার এসব আইন মেনে চলতে সবাইকে সতর্ক করেছে এবং অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছেন এবং সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদি আরবে কর্মরত।

দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবেই আইনভঙ্গকারী এবং অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রচার করছে, যা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা এবং সরকারের কঠোর অবস্থানকে প্রতিফলিত করে।

তাছাড়া, সৌদি কর্তৃপক্ষ আইন ভঙ্গকারীদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সরকারি হেল্পলাইন চালু করেছে। মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে কল করে এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দারা ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করে তথ্য দিতে পারেন।