স্টাফ রিপোর্টার:
রাজধানীর বাড্ডা এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. সাগর হোসেন ওরফে বেজি সাগর (২৫) ও রনি বিশ্বাসকে (২৩) গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাকু উদ্ধার করা হয়।
রবিবার (২৫ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে বাড্ডার আনন্দনগর ছাব্বিশ কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানা পুলিশ জানায়, রবিবার মধ্য রাতে বাড্ডা থানা পুলিশ জানতে পারে আনন্দনগর ছাব্বিশ কলোনি এলাকায় আলমগীরের মুদি দোকানের সামনে ছিনতাইয়ের উদ্দেশে দেশি অস্ত্রসহ কয়েকজন লোক অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বাড্ডা থানা পুলিশ। অবস্থানকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এমন সময় সাগর ও রনিকে ছুরি এবং চাকুসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী। তারা বাড্ডা এলাকাসহ আশেপাশের এলাকায় মাদক বিক্রয় ও বহু ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত মো. সাগর হোসেন ওরফে বেজি সাগরের বিরুদ্ধে বাড্ডা থানা, হাতিরঝিল থানা ও খিলগাঁও থানায় চুরি, ছিনতাই ও মাদকের নয়টি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেপ্তারকৃত রনি বিশ্বাসের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকের চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও তাদের সহযোগী অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন