স্টাফ রিপোর্টার:
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতে অবস্থান নিয়ে দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন।
স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর এ দলের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ৪০ জন সাবেক এমপি ও মন্ত্রী একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দলকে পুনর্গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনায় যুক্ত রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগের শীর্ষ নেতারা নিজেদের রাজনৈতিক ব্যর্থতার কথা স্বীকার করে আইনের শাসন ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। দল পুনর্গঠনের এই প্রচেষ্টার অংশ হিসেবে নেতারা আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন।
প্রতিবেদনটি অনুযায়ী, ভারতে অবস্থানরত যেসব আওয়ামী লীগ নেতারা ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলেছেন, তাদের মধ্যে আ ক ম মোজাম্মেল হক, নাঈম রাজ্জাক, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, পঙ্কজ দেবনাথ, আসাদুজ্জামান খান কামাল ও সাউফুজ্জামান শিফু উল্লেখযোগ্য।
আ ক ম মোজাম্মেল হক প্রতিবেদনে বলেছেন, "আওয়ামী লীগের হাজারো কর্মী তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তাদের অনেকের কাছেই খাবার কেনার মতো অর্থ নেই। তবে তৃণমূল কর্মীদের মনোবল শক্ত রয়েছে।"
তিনি আরও বলেন, "আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে দলকে পুনরুজ্জীবিত করতে হবে। স্বাধীনতা দিবসে দেশে ফিরে জনগণের সামনে নতুন আশা নিয়ে দাঁড়ানো উচিত।"
প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস আরও দাবি করেছে, ভারত থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছেন এবং একে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/19tyG82V6h/
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন