বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলার শিবচরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি বিপ্লবী সফল যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য রাজপথের লড়াকু সৈনিক কর্মীবান্ধব জননেতা জনাব হাজী সাখাওয়াত হোসেন নান্নু মোল্লার নিজ উদ্যোগে তার বাড়িতে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার ১১৫টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল ও দুই লিটার তেল বিতরণ করা হয়।
এসময় শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা বলেন, আমার নেতার জন্মবার্ষিকী উপলক্ষে আমি আজ এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। অতিতেও আমাদের এই এলাকায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও এ কার্যক্রম অব্যহত থাকবে।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন