রাজধানীর বংশালে হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায় ভিকটিমের স্বামী মো. ইব্রাহীম (৩৭) কে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ৪:৩০ ঘটিকায় বংশালের সিক্কাটুলী লেন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বংশাল থানা সূত্রে জানা যায়, ভিকটিম মাকসুদা খাতুনের (২৭) সাথে দুই বছর আগে মো. ইব্রাহীমের বিয়ে হয়। তারা বংশাল থানাধীন ৩৩নং ওয়ার্ডস্থ ২৪ নং সিক্কাটুলী এলাকায় ওলি মোহাম্মদ এর বাসার ২য় তলায় বসবাস করতো। মাকসুদার এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তার স্বামী ইব্রাহিম পেশায় একজন ফ্রিল্যান্সার।
বিয়ের পর বেশ কয়েকবারই তাদের মধ্যে নানা বিষয়ে পারিবারিক কলহ দেখা দেয়। শুক্রবার বিকেলে সন্দেহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগান্বিত হয়ে মাকসুদাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ইব্রাহিম। মাথায় হাতুড়ির গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে এবং ভিকটিমের স্বামী মো. ইব্রাহীমকে গ্রেফতার করে।
পরবর্তীতে ঘটনাস্থল এবং মৃতদেহের আলামত সিআইডি এর ফরেনসিক টিম দ্বারা সংগ্রহ করা হয় এবং থানা পুলিশ কর্তৃক মৃতদেহের সুরতহাল প্রস্তুত করা হয়। ভিকটিমের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রাতে বংশাল থানায় একটি হত্যা মামলা রুজু করে নিহত মাকসুদার পরিবার। গ্রেফতারকৃত মো. ইব্রাহীম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন