9:55 pm, Tuesday, 9 September 2025

লক্ষাধিক মূল্যের ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী এক নারী গ্রেফতার

messenger creation 35b46fa4 3556 4663 b74e d81a11b7e825

 

বিশেষ প্রতিনিধি-শ্রাবণ আহমেদ:

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে চল্লিশ লক্ষাধিক টাকা মূল্যের ১৩,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার নারী মাদক কারবারি সুফিয়া বেগম (৬৮)কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ।

আজ শনিবার (২৫ জানুয়ারি, ২০২৫ খ্রি.) রাত ১২:৫৫ ঘটিকায় কদমতলী থানার জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নারী মাদক কারবারি সুফিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ ৮০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত সুফিয়া বেগম একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এসব ইয়াবা বিক্রয়ের জন্য সে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 06:14:32 pm, Saturday, 25 January 2025
147 Time View

লক্ষাধিক মূল্যের ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী এক নারী গ্রেফতার

Update Time : 06:14:32 pm, Saturday, 25 January 2025

 

বিশেষ প্রতিনিধি-শ্রাবণ আহমেদ:

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে চল্লিশ লক্ষাধিক টাকা মূল্যের ১৩,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার নারী মাদক কারবারি সুফিয়া বেগম (৬৮)কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ।

আজ শনিবার (২৫ জানুয়ারি, ২০২৫ খ্রি.) রাত ১২:৫৫ ঘটিকায় কদমতলী থানার জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নারী মাদক কারবারি সুফিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ ৮০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত সুফিয়া বেগম একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এসব ইয়াবা বিক্রয়ের জন্য সে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।