3:11 am, Wednesday, 10 September 2025

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুটি পা হারালেন সংবাদকর্মী

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুটি পা হারালেন সংবাদকর্মী

জহুরুল হক জনি,লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে মিজানুর রহমান মিলন নামের এক সংবাদকর্মীর পায়ের উপর দিয়ে পাথর বোঝাই ট্রাক চলে গেলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত মিলনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক ভেবে ঢাকায় রেফার্ড করেন।

গত সোমবার (২০ জানুয়ারি) রাতে জেলার কালিগঞ্জ উপজেলা থেকে জেলা শহরে ফেরার পথে আদিতমারীর উপজেলার স্বর্ণামতি ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে।

তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানান, মিজানুর রহমান মিলন কালিগঞ্জ উপজেলায় জরুরি একটি কাজে গিয়েছিলেন। ফেরার পথে আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে উঠার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দেয়। অপরদিক থেকে আসা আর একটি ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায় তার।

স্থানীয়রা অটোরিকশা করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে অবস্থা আরো আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে  সেখানে তার দুটি পায়ে কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশ প্রেসক্লাব,রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রতনের সঙ্গে আলোচনা হলে তিনি বলেন, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।

তিনি জেলার সকল সাংবাদিক বন্ধু, দেশ ও প্রবাসের সকল মানবিক-বিওবানদের কাছে সাংবাদিক মিলনের সুচিকিৎসার জন্য অর্থনৈতিক সহসহযোগীতা করার জন্য বিনীত অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : 12:53:21 pm, Friday, 24 January 2025
324 Time View

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুটি পা হারালেন সংবাদকর্মী

Update Time : 12:53:21 pm, Friday, 24 January 2025

জহুরুল হক জনি,লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে মিজানুর রহমান মিলন নামের এক সংবাদকর্মীর পায়ের উপর দিয়ে পাথর বোঝাই ট্রাক চলে গেলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত মিলনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক ভেবে ঢাকায় রেফার্ড করেন।

গত সোমবার (২০ জানুয়ারি) রাতে জেলার কালিগঞ্জ উপজেলা থেকে জেলা শহরে ফেরার পথে আদিতমারীর উপজেলার স্বর্ণামতি ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে।

তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানান, মিজানুর রহমান মিলন কালিগঞ্জ উপজেলায় জরুরি একটি কাজে গিয়েছিলেন। ফেরার পথে আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে উঠার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দেয়। অপরদিক থেকে আসা আর একটি ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায় তার।

স্থানীয়রা অটোরিকশা করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে অবস্থা আরো আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে  সেখানে তার দুটি পায়ে কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশ প্রেসক্লাব,রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রতনের সঙ্গে আলোচনা হলে তিনি বলেন, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।

তিনি জেলার সকল সাংবাদিক বন্ধু, দেশ ও প্রবাসের সকল মানবিক-বিওবানদের কাছে সাংবাদিক মিলনের সুচিকিৎসার জন্য অর্থনৈতিক সহসহযোগীতা করার জন্য বিনীত অনুরোধ করেন।