স্টাফ রিপোর্টার: অসহায় মানুষের মাঝে বগুড়া প্রেসক্লাবে গত শুক্রবার সকালে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মমিনুর রশিদ সাইন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব আলহাজ্ব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদআলী সন্তোষ, সাবেক সভাপতি মির্জা সেলিম রেজা, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সিনিয়র সাংবাদিক ইনসান আলী শেখ, রেজাউল হক বাবু, বজলুর রশিদ সুইট, সুমন সরদার প্রমুখ।
এসময় অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে সাংবাদিক নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন