স্টাফ রিপোর্টার:
বন্দর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতাদের নিয়ে বির্তক যেন পিছুই ছাড়ছে না।একজনের আরেকজনের বিরুদ্ধে সব থেকে কমন যে অভিযোগটি তুলেছিলেন সেটি হলো বিতাড়িত আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ।
গত ১৮ জানুয়ারি মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দের প্রেমতলা এলাকায় মহানগর বিএনপির সদস্য শাহিন আহম্মেদ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। যেখানে বক্তব্য রেখেছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন মিয়া।
মহসিন মিয়া ওইদিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদকে আওয়ামী লীগের পরিবারের লোক বলে আখ্যায়িত করেছিলেন। লিটনের এক ভাই বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি পদে রয়েছে বলে উল্লেখ করেছিলেন। এবার সেই মহসিনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে সম্পৃক্তততার কিছু ছবি প্রকাশ্যে এসেছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রভাব শালী নেতা গডফাদার খ্যাত শামীম ওসমানের সাথে মহসিন মিয়া ঘনিষ্ঠ ছবি সহ বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহম্মেদ সাথে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এসেছে। একটি ছবি মহসিন মিয়াকে সাবেক এমপি শামীম ওসমানের বুকের সাথে ঘেষে থাকতে ছবিতে দেখা গেছে। আর শামীম ওসমান মহসিন মিয়ার কাঁধে হাত রেখে আছেন।
তবে সেই ছবিটি বেশ পুরোনো। এছাড়াও ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহম্মেদ এর সাথে একই মঞ্চে বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা গেছে। এমনকি আওয়ামী লীগের দলীয় প্রোগ্রামেও তার উপস্থিত থাকার ছবি প্রকাশ্যে এসেছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন