এম রাসেল সরকার: যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বড় বোনের মৃত্যুতে শোক জানিয়েছেন যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বুধবার (২২ জানুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বড় বোন খাদিজা খাতুন কিডনি ও ফুসফুসের জটিলতায় রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জানুয়ারি) সকাল ৭টায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
শোকবার্তায় যুবদল সাধারণ সম্পাদক মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বড় বোন খাদিজা খাতুনের মৃত্যুতে তার শোকাহত পরিবার- পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে মরহুমা খাদিজা খাতুনকে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক দিন।
বাদ জোহর রাজধানীর শান্তিবাগের (মগা হাজীর গলি) হাজী আবদুল কাদের জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন